Sunday, February 9, 2014

যে এপস এবং গেমস গুলো আপনার এন্ড্রয়েডের চার্জ শেষ করে জেনে নিন।

যারা অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন ব্যাবহার করেন তাদের কাছে চার্জ একটি বড় বিষয়।কারন এন্ড্রয়েড সাধারনত অপারেটিং সিস্টেম জাতীয় যার কারনে বিভিন্ন এপস চালু থাকে যার কারনে চার্জ বেশিক্ষন থাকে না।এই সকল বিষয় নিয়ে  কে এস মোবাইল নামের একটি অ্যাপ্লিকেশন বিশ্লেষক প্রতিষ্ঠান কোন কোন এপস গুলো এবং গেমস গুলো আপনার এন্ড্রয়েডের চার্জ খেয়ে ফেলে তাদের বের করার চেস্টা করেছেন এবং তারা সফল ও হয়েছেন তারা কয়েকটি এপস এবং গেমসের তালিকা করেছেন যে গুলো আপনার চার্জ নষ্ট করে থাকে।চলুন তাহলে সে এপস এবং গেমস গুলো দেখে নিই।

গেমস ক্যাটাগরিতে যে গুলো বেশি চার্জ নষ্ট করে:
১)  ক্যান্ডি ক্রাশ
২)  ফ্রুট নিনজা
৩) টেম্পল রান
৪) রেসিং মটো
তালিকাটিতে তাদের অবস্থানের আগে পরে হতে পারে।তবে গেম আপ্লিকেশন গুলো বেশি চার্জ কেটে থাকে।
এপস ক্যাটাগরিতে যে গুলো বেশি চার্জ নষ্ট করে :
১) ক্যামেরা ৩৬০ আলটিমেট( নাম্বার ১ যেটা ১৮ কোটি ব্যবহারকারী ব্যবহার করেন)
২) মাইক্রোসফেটর আউটলুক মেইল অ্যাপ্লিকেশন
৩) এজ ওয়েদার ফোরকাস্ট
৪) মুভি অ্যাপ ভিকি
৫) ওয়াকিটকি অ্যাপ জেলো
৬) কলিং আইএমও
এই দশটি আপ্লিকেশনের লিস্ট তৈরি করেছেন যে গুলো চার্জ নষ্ট করে থাকে।
লেখাটি পূর্বে প্রকাশিত হয়েছে তোমার টিউন ডট কম এ
আর এন্ড্রয়েডের পেইড এপস Free  নিতে পারবেন এখান থেকে

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Powered by Blogger