Wednesday, February 12, 2014

পিসিতে গ্রামীনফোন ফ্রি ইন্টারনেট ব্যাবহারকরুন আনলিমিটেড ডাউনলোড। [12-2-2014]

আপনাদের জন্য নিয়ে এলাম গ্রামীন ফোন এর ফ্রি নেট।

ব্রাউসিং এবং ডাউনলোড স্পীড মাথা নষ্ট। চলুন শুরু করা যাক।

প্রথমে নিচ থেকে ফাইলটা ডাউনলোড করেন 

Simple Server.zip (3.6MB)

এখানে ২টা সফটওয়্যার পাবেন। ISPCE ইন্সটল করুন। 
এবার আপনার গ্রামীন মডেম gpwap apn দিয়ে কানেক্ট করুন।


undefined


এবার ISPCE ওপেন করুন। 

এখানে use query, use proxy, query mode এর

বক্সে টিক দিন এবং listen port দিনঃ  8080

undefined

বসিয়ে ওকে করুন।

এবার ৫ নাম্বার ট্যাব এ যান।
এখানে দেন 
Server-127.0.0.1 , Port-8080

লিখে এড এ ক্লিক করুন।

undefined

এবার এটাকে Default Setting হিসাবে সেট
করে মিনিমাইস করে রাখুন।

undefined

এইবার start বাটন এ ক্লিক করুন 

undefined

এবার simple server ওপেন করুন
এবং রেডি লেখা উঠলে মিনিমাইস করে রাখুন।

undefined


এবার আপনার ব্রাউসার এবং ডাউনলোড ম্যানেজার এ 
এই প্রক্সি এবং পোর্ট দেনproxy : 127.0.0.1
                                                        port:8080

undefined

IDM

proxy : 127.0.0.1
                                                        port:8080

undefined



ব্যাস আপনার কাজ শেষ। 

এখন মাথা নষ্ট স্পিডে ব্রাউস এবং ডাউনলোড করুন।

Monday, February 10, 2014

ফ্রি ইন্টারনেট চালান গ্রামীণফোন সিম দিয়ে

আবার হ্যাক হল গ্রামীণফোন ইন্টারনেট। কয়েক মাস আগেও আমরা জিপি ইন্টারনেট ব্যবহার করেছি ফ্রি তে, কিন্তু পরে তা বন্ধ হয়ে যায়, পুনরায় জিপি ইন্টারনেট হ্যাক হল। আবার তা থ্রি-জি ইন্টারনেট এও কার্যকর।
প্রথমে নিচের লিঙ্ক টি থেকে প্রক্সি সফটওয়্যার টি ডাউনলোড করে ইনস্টল কুরুন।
Download From Here
এবার সফটওয়্যার টি ওপেন করে Tools এ গিয়ে Option সিলেক্ট করুন

Option ওপেন হলে Connection এ গিয়ে Proxy Setting Manual সিলেক্ট করে নিচের ইনফর্মেশন গুলো লিখুন।
Host: 98.255.67.150
Port: 27977

এবার Ok করে সফটওয়্যার টি Close করুণ এবং পুনরায় চালু করে Play বাটন সিলেক্ট করে শুরু করুণ ফ্রি browsing।
[Note: আপনার সিম এ যেকোনো একতা থ্রি-জি package চালু রাখবেন এবং সিম এ কোনো টাকা রাখবেন না, সফটওয়্যার টি চালু থাকা অবস্থায় browsing এবং ডাউনলোড করলে আপনার package থেকে ইন্টারনেট কাটবে না।]

Sunday, February 9, 2014

কাজ খুঁজতে হবে না কিন্তু কাজ আপনাকে খুঁজে নেবে!! Oployee – একটি ভিন্নধর্মী Freelance Marketplace যা এগিয়ে এসেছে সময়ের প্রয়োজনে!

বর্তমান বিশ্বে Freelancing বহুল জনপ্রিয়। এই পেশার জনপ্রিয়তার পিছনে অন্যতম কারণগুলোর মধ্যে সর্বাধিক জনপ্রিয় যে কারণটি তা হল, এই
পেশায় ব্যক্তি নিজেই নিজের তত্ত্বাবধায়ক। যার ফলে দ্বিতীয় কোন ব্যক্তি তার ওপর প্রাধান্য বিস্তার করতে পারে না। ভাল কাজ জানলে Freelancing সুযোগ করে দেয় স্বাভাবিক মাসিক বেতনের চেয়েও অনেক বেশি আয়ের। এক কথায় Freelancing করার সুবিধা অনেক। কিন্তু প্রতিটি ক্ষেত্রেই যেমন ভাল এর পাশাপাশি খারাপের প্রভাব পরিলক্ষিত হয়, Freelancing ও তার ব্যতিক্রম নয়। এই পেশার প্রভাব পড়ে একজন Freelancer এর ব্যক্তি জীবনে। বর্তমানে যে Marketplace গুলো এই পেশাকে কেন্দ্র করে গড়ে উঠেছে, সেগুলোতে প্রক্রিয়াটা সাধারণত এরুপঃ
  • কোন Contractor একটি Job Post করলেন।
  • Freelancer-রা সেই Job দেখে সেখানে Bid করা শুরু করলেন।
  • অসংখ্য Freelancer দের মধ্যে একজন কে Client বাছাই করে নেন তার কাজের জন্য।
দেখা যায় যে, Freelancer দের নিজেদের হয়ে Marketing এবং কাজ দুটো একসাথে করতে হয়। যা একজনের ব্যক্তি ও পারিবারিক জীবনে ব্যাপক প্রভাব ফেলে। আমাদের দেশের প্রেক্ষাপটে সবচেয়ে বড় যে সমস্যা দেখা যায়, তা হল একজন Freelancer  কে রাত জেগে কাজ খুঁজতে হয়, কারণ সাধারণতঃ নতুন Job গুলো যখন Marketplace এ Post হয়, তখন আমাদের দেশে মধ্যরাত। এবং Freelancer দের এই রাত জেগে কাজ করাই তাদের পারিবারিক এবং ব্যক্তি জীবনে বহু প্রতিবন্ধকতা তৈরি করে।

কাজ খুঁজতে হবে না কিন্তু কাজ আপনাকে খুঁজে নেবে

এমন একটি Marketplace এর কথা চিন্তা করুন যেখানে Freelancer দের নিজেদের হয়ে কাজ খোঁজার ঝামেলা থাকবে না, থাকবে না কোন Bidding এর চিন্তা। এমনই ভিন্নধর্মী এক চিন্তাধারা নিয়ে এগিয়ে এসেছে একটি নতুন Marketplace, Oployee! Oployee তে client এবং freelancer এর সাথে communication প্রক্রিয়া নিম্নরুপঃ
  • Client একটি Job Post এর সময়ই তার কাজের ধরনের উপর ভিত্তি করে প্রয়োজনীয় Skill এর মাধ্যমে খুঁজে নেয় Freelancer দের।
  • প্রয়োজনীয় সংখ্যক Freelancer দের Client Interview Invitation কিংবা Job Invitation পাঠাবেন।
  • অতঃপর এই Invitation Freelancer-রা নিজেদের Inbox এ পেয়ে যাবেন। Freelancer  নিজের পছন্দ অনুযায়ী সেই Invitation Accept/Deny করতে পারবেন।
এই প্রক্রিয়াতে Freelancer দের কাজ খোঁজার ঝামেলা লাঘব হল এবং একই সাথে তাদের অতিরিক্ত সময়কে তারা ব্যয় করতে পারবে নিজেদের Skill Developement এর দিকে।

Fixed Price Project Payment এর নিশ্চয়তা

Fixed Price Project এর Payment এর ব্যাপার টা Freelancerদের মাথা ব্যাথার কারন হয়ে থাকে। এক্ষেত্রে Project কিছু Milestone এ ভাগ করা হয় যা Client এবং Freelancer এর Agreement  এর মাধ্যমে নির্ধারিত হয়ে থাকে। Oployee Job Posting এর সময় Client এর থেকে Estimited Amount Escrow করে রাখে যা Milestone Complete  হলে Client এর Verification এর সাথে সাথেই Freelancer এর অ্যাকাউন্টে Payment জমা হয়ে যায়। এভাবে Oployee Fixed Price Project এর Payment এর নিশ্চয়তা দিয়ে থাকে।

অন্যান্য Marketplace এর Rating এর মূল্যায়ন

দেখা যায় যে নতুন Marketplace এ এসে নতুন করে Rating Develop করাটা কিছুটা সময় সাপেক্ষ। তাই Oployee ব্যবহার করছে একটি নিজস্ব Algorithm, যার সাহায্যে Freelancer এর অন্যান্য Marketplace এর Experience ও Rating Information কে ব্যবহার করে Oployee Freelancer কে Initially তার উপযুক্ত Rating পেতে সাহায্য করে।
Oployee তে Signup করতে চলে যান http://www.oployee.com এ। রাত জাগা, Bidding এর Tension থেকে মুক্ত হয়ে আপনার Freelancing কে করে তুলুন আপনার সুবিধা মত। Happy Freelancing :)

সফল ফ্রীল্যান্সার হওয়ার জন্য কিছু কথা

সফল ফ্রীল্যান্সার হওয়ার জন্য আপনাকে যে বিষয় গুলো করতে হবে।
১/ প্রথমে আপনাকে কোন নির্দিষ্ট কাজে অবশ্যই এক্সপার্ট হতে হবে । রেস্পন্সিভ ওয়েব ডিজাইন এর চাহিদা বর্তমানে সবচাইতে বেশি ।
২/ শুধু কাজ শিখলেই হবেনা । কাজ শিখেই কাজে এপ্লাই করা শুরু করে দিবেন না। কোন প্রফেশনাল এবং দক্ষ ফ্রীল্যান্সার এর গাইডলাইন নিয়ে তার অধীনে কিছুদিন কাজ করুন । পেমেন্ট নিবেন না।
৩/ যখন আপনার মনে হবে আপনি এখন ঐ কাজে ক্লায়েন্ট এর যে কোন ধরনের চাহিদা পূরন করতে পারবেন, তখন কাজে এপ্লাই করা শুরু করুন । তখন থেকে কারো কাজ ফ্রী করার দরকার নাই। তখন কারো কাজ করলে অবশ্যই পেমেন্ট নিয়ে কাজ করবেন ।

৪/ কাজ পাওয়ার সব চাইতে ভালো মাধ্যম হলো ওডেস্ক ( oDesk.com ) । এখানে কাজে এপ্লাই করে কাজ নিতে হয় । তবে আপনি যদি সপ্তাহে ২৫ তা বিড করেন ভাল এমাউন্ট এর কাজ গুলোতে, তাহলে যদি মিনিমাম ৫ টা ইন্টারভিউ ও আসে, তাহলে আপনি আপনার সেই বড় ভাই এর হেল্প নিয়ে এর মধ্যে মিনিমাম ২ টা ক্লায়েন্ট কে ম্যানেজ করে কাজ নিতে পারবেন । ধরে নিলাম দুইটা কাজের এমাউন্ট ১০০ ডলার করে ২০০ ডলার । আপনি নতুন হিসেবে অনেক ভালো এমাউন্ট । আর ভালো গাইডলাইন পেলে নতুন অবস্থায় এভাবে কাজ পেতে কোন সমস্যা হওয়ার কথা না।
৫/ কিছুদিন ওডেস্কে এভাবে কাজ করার পর ইল্যান্সে ( elance.com ) বিড করা শুরু করুন, একই ভাবে চেষ্টা করুন । ইনশা আল্লাহ অবশ্যই ভালো ফলাফল পাবেন ।
৬/ আপনি নতুন হিসেবে যদি আপনার ইংলিশ এর স্কিল খুবই খারাপ হয়, এবং আপনার মনে হয় ইংলিশ এর কারনেই আপনি ভালো কাজ পাচ্ছেন না। তাহলে ফাইভারে ( fiverr.com ) চলে যান। ঐখানে ঠিকভাবে প্রফাইলে আপনার স্কিল গুলো দিয়ে রাখলে , আপনাকে কোন কাজে বিড করতে হবেনা। ক্লায়েন্টরা ই আপনাকে খুজে কাজ দিবে । ফাইভার থেকে বিড না করেই মাসে ৩০০ ডলার অনায়াসে আয় করা সম্ভব ।
সবাই ভালো থাকবেন । কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই জানাবেন ।

একটি পরিপূর্ণ ইসলামী মোবাইল: পিস্ মোবাইল

আপনার জীবনকে ইসলামী বৈশিষ্ট্য দ্বারা সমৃদ্ধ বরতে পেশ করা হচ্ছে পিস্ মোবাইল মানবতার সমাধান। আসুন জেনে নেই এর সম্পর্কে বিস্তারিত সব তথ্য:
অপারেটিং সিস্টেম অ্যানড্রয়ে্ড আইস-ক্রীম স্যান্ডউইচ, ডুয়েল কোর প্রসেসর কর্টেক্স এ৯, ৪.৬৩ ইঞ্চি এলইডি ডিসপ্লে, স্লিম বডি, স্টাইলিশ ডিজাইন, ৩২জিবি মেমরী কার্ড সাপোর্টেড ও ৪জিবি ইন্টারনাল মেমরী, ৫মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা, লাইভ পিস্ টিভি, ইংলিশ, উর্দু, বাংলা ৮০ঘন্টার বেশি ড. জাকির নায়েক এর ভিডিও, ৫০টিরও বেশি নির্ভরযোগ্য ইসলামীক অ্যাপ্লিকেশন, ১০০ও বেশি ইসলামীক ওয়ালপেপার, ২০০ও বেশি ইসলামীক রিংটোন, ইসলামীক নাশিদ, ইসলাম ও তুলনামূলক ধর্মতত্বের উপর ড. জাকির নায়েক এর বই। এছাড়াও আছে অনেক কিছু। এই মোবাইলের কনফিগারেশন:
Model Name: Chameleon;
Product Type: Android Smart Phone;
OS: Android 4.0 (Ice Cream Sandwich);
Size: 138.8*70.9*9.2 mm;
Wireless Funcation:

WCDMA & GSM Band: GSM(900/1800MHz)WCDMA(2100 MHz);
GPRS: GPRS Class 12;
EDGE: Multi-Slot Class 12;
HSPA: Downlink 7.2 Mbps/Uplink 384Kbps;
Wi-Fi: IEEE 802.11 b/g;
Bluetooth function: YES, Phone and Stereo Music;
Internal Antenna: bulit-in internal antenna;
Hardware:

Platform: MTK 6577;
Processor: 1 GHz Dule Core Cortex A9;
Integrated ROM: 4GB;
Integrated RAM: 512MB;
LCM & Touch Panal:

Screen Size: 4.63 inches FWVGA;
Resolution: 480*854 Pixels;
Contrast: 256K;
Touch Panal: Capacitive Touch;
Multimedia Player:

Audio Support: AAC LC/TLP, HE-AACv1(AAC+)+OTHER;
Photo Viewer: JPEG, GIF, BMP, PNG;
Video Support: Mpge4-SP,mpeg1/2, DIVX, WMV9,FWVGA+ OTHER;
Speakers: YES;
Camera:

Camera: 5MP Auto Focus with flash, 0.3MP Front camera;
Video Recorder: max FWVGA (854*480) 30fps;
Power:

Battery Capacity: 1700mAH;
Standby time: 150Hours;
Talking time: 5 Hours;
Phone Features:

SIM: Dule SIM (WCDMA+GSM);
Keypad & input method:

Key pad: Power key/ Volume up/ Volume down;
Input: Android;
GPS:

Internal Antenna: Yes;
Position Accuracy: Within 10m;
Connection:

SIM Card-slot: Yes;
Expansion micro SD Card-slot: Yes upto 32GB;
Headsets: 3.5mm Stereo headphone;
USB connection: 5pin USB 2.0 High Speed;
Recharge through USB Jack: Yes;
Other:

FM Radio Function: Yes;
G Sensor: Yes;
Proximity Sensor: Yes;

যে এপস এবং গেমস গুলো আপনার এন্ড্রয়েডের চার্জ শেষ করে জেনে নিন।

যারা অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন ব্যাবহার করেন তাদের কাছে চার্জ একটি বড় বিষয়।কারন এন্ড্রয়েড সাধারনত অপারেটিং সিস্টেম জাতীয় যার কারনে বিভিন্ন এপস চালু থাকে যার কারনে চার্জ বেশিক্ষন থাকে না।এই সকল বিষয় নিয়ে  কে এস মোবাইল নামের একটি অ্যাপ্লিকেশন বিশ্লেষক প্রতিষ্ঠান কোন কোন এপস গুলো এবং গেমস গুলো আপনার এন্ড্রয়েডের চার্জ খেয়ে ফেলে তাদের বের করার চেস্টা করেছেন এবং তারা সফল ও হয়েছেন তারা কয়েকটি এপস এবং গেমসের তালিকা করেছেন যে গুলো আপনার চার্জ নষ্ট করে থাকে।চলুন তাহলে সে এপস এবং গেমস গুলো দেখে নিই।

গেমস ক্যাটাগরিতে যে গুলো বেশি চার্জ নষ্ট করে:
১)  ক্যান্ডি ক্রাশ
২)  ফ্রুট নিনজা
৩) টেম্পল রান
৪) রেসিং মটো
তালিকাটিতে তাদের অবস্থানের আগে পরে হতে পারে।তবে গেম আপ্লিকেশন গুলো বেশি চার্জ কেটে থাকে।
এপস ক্যাটাগরিতে যে গুলো বেশি চার্জ নষ্ট করে :
১) ক্যামেরা ৩৬০ আলটিমেট( নাম্বার ১ যেটা ১৮ কোটি ব্যবহারকারী ব্যবহার করেন)
২) মাইক্রোসফেটর আউটলুক মেইল অ্যাপ্লিকেশন
৩) এজ ওয়েদার ফোরকাস্ট
৪) মুভি অ্যাপ ভিকি
৫) ওয়াকিটকি অ্যাপ জেলো
৬) কলিং আইএমও
এই দশটি আপ্লিকেশনের লিস্ট তৈরি করেছেন যে গুলো চার্জ নষ্ট করে থাকে।
লেখাটি পূর্বে প্রকাশিত হয়েছে তোমার টিউন ডট কম এ
আর এন্ড্রয়েডের পেইড এপস Free  নিতে পারবেন এখান থেকে

ফেসবুক ব্যাবহার কারি দের জন্য সতর্কবার্তা ! সতর্কবার্তা !! সতর্কবার্তা !!! এই পোস্ট না দেখলে, পরে আপনার ফেসবুক অ্যাকাউন্ট গেলে/ হ্যাক হইলে আমার দুস নাই, সবাই দেখেন

ফেসবুক ব্যাবহার কারি দের জন্য সতর্কবার্তা ! সতর্কবার্তা
!! সতর্কবার্তা !!! এই পোস্ট না দেখলে, পরে আপনার ফেসবুক
অ্যাকাউন্ট  গেলে/ হ্যাক হইলে আমার দুস নাই,
 সবাই
দেখেন

আসস্লামুওলাইকুম , আজ আপনাদের একটা সতর্ক বানি দিলাম , আপ্নারা
বরতমানে অনেক গ্রুপ এ

▬▬▬ஜ۩۞۩ஜ▬▬Check you last profil visitors     
কিংবা Find Who Will Be Your Valentine   
টাইপ লিঙ্ক দেখতাসেন , , কিন্তু খবরদার লিংকগুলোতে ক্লিক
করবেন না। এগুলো মূলত ভাইরাস । এইসব লিংকে ক্লিক   করলে আপনার একাউন্ট টি
হ্যাক হবার সম্ভাবনা থাকে এবং আপনি যেসব
গ্রুপে আছেন, ঐ লিংকগুলা আপনার নামে অটোমেটিক গ্রুপে পোস্ট হয়ে যাবে,আর ঐ গ্রুপে
কোন পোস্টও দিতে পারবেন না ।।তাই সাবধান থাকুন আর এসব লিংক  থেকে দূরে থাকুন
।। জানি অনেকেই এই কথা জানেন কিন্তু এইটা তাদের জন্য জারা মূলতও
জানে না । এই টিউনটি পরে উপকৃত হলে কমেন্ট করবেন ।

ডাউনলোড করুন Xilisoft Video Converter v7.7.3 With Seril Key

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন।আজ আপনাদের জন্য নিয়ে এলাম Xilisoft Video Converter v7.7.3 চমৎকার একটি ভিডিও কনভার্টার। অসাধারণ ফিচার সম্পন্ন কনভার্টার টি আশা করি সবার ভাল লাগবে।এটা অসাধারন একটা কনভার্টার।এটা দিয়ে HD ভিডিও সমুহ কনভার্ট করা জায়।মুল প্রিন্ট নষ্ট হয়না।এর কনফিগারেশন দেখে নিন।

System Requirements
OS: Microsoft® Windows XP (SP2 or later), Windows Vista, Windows 7
Processor: 1GHz Intel/AMD processor or above
RAM: 256MB RAM (512MB or above recommended)
Free Hard Disk: 100MB space for installation
Graphic Card: Super VGA (800×600) resolution, 16-bit graphics card or higher, OpenGL 1.4 or higher
dl-hl

Crack-

dl-hl

অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য সেরা ফাইল শেয়ারিং অ্যাপস

অ্যান্ড্রয়েড ডিভাইসে মুভি, মিউজিক ভিডিও এবং HD গেম খেলার মজাই আলাদা। কিন্তু অনেক সব সময় সব মুভি,গান বা গেম ডাটা আপনার কাছে নাও থাকতে পারে। আবার কখনো কখনো বন্ধুর মোবাইলে থাকা গান,মুভি বা গেম ডাটা আপনার প্রয়োজন হতে পারে। কিন্তু এই প্রয়োজনের সাথে সাথে যে প্রশ্ন টি প্রথম মাথায় ভিড় করে তা হল এই ফাইল গুলো আপনি নিবেন কি ভাবে ??!! ব্লুটুথ দিয়ে এত বড় ফাইল শেয়ার করা অসম্ভব, কারণ এতে প্রচুর সময় লাগে। তাই আজ আপনাদের সাথে শেয়ার করছি অসাধারন কিছু ফাইল সেয়ারিং অ্যাপ…
  • SHAREit:
Wi-Fi এবং কোন রকম নেটওয়ার্ক চার্জ ছাড়াই দ্রুতগতিতে ফাইল শেয়ার করার অন্যতম সেরা এপ্লিকেশন। Lenovo এর এই এপ দ্বারা বিভিন্ন ডিভাইসের সাথে ফাইল সেন্ড ও রিসিভ করা যায় খুবই সহজে!

  • Pictures, videos, music files, documents, contacts শেয়ার করা যায় , এমনকি Apps ও শেয়ার করার সুবিধা আছে
  • নির্দিষ্ট দুরত্বের মাঝে SHAREit ইন্সটল করা আছে এমন ডিভাইস অনায়াসেই এপ নিজেই স্ক্যান করে খুজে বের করবে
  • অনেক বড় সাইজের ফাইল শেয়ার করা কোন ব্যাপারই না! Bluetooth এর চেয়ে প্রায় চল্লিশ গুন বেশি গতিতে ফাইল সেন্ড করা যায়
  • Bluetooth, Wi-Fi, Phone Network কিছুই প্রয়োজন নেই। ডিভাইস ওয়ারলেসলি কানেক্ট হবে
  • গ্রুপ শেয়ারিং এর সুবিধা রয়েসছে। সর্বোচ্চ পাঁচ জন একইসাথে Music, Videos ইত্যাদি শেয়ার করতে পারবেন।
Download SHAREit
  • SuperBeam | WiFi Direct Share:

ফাইল শেয়ারিং এপস গুলোর মধ্যে SuperBeam সোজা ও জনপ্রিয় একটি এপ। Wi-Fi Direct প্রযুক্তির দ্বারা ফাইল সেন্ড ও রিসিভ করার ফিচার সমৃদ্ধ এই এপ।

  • Wi-Fi Direct প্রযুক্তির দ্বারা ফাইল শেয়ারিং
  • NFC বা QR কোড এর মাধ্যমে ডিভাইস পেয়ার করা যায়
  • Web Interface এর সাহায্যে SuperBeam নেই  এমন ডিভাইসেও ফাইল শেয়ার করার সুবিধা
  • একই সাথে অনেক ফাইল মার্ক করে সেন্ড করা যায়
  • ডার্ক আর লাইট থিম ইউজ করা যাবে
Download SuperBeam
  • ES File Explorer File Manager:

ES File Explorer হল এন্ড্রয়েডের সবচেয়ে জনপ্রিয় ফাইল এক্সপ্লোরার। শুধু ফাইল ম্যানেজারই নয় এতে রয়েছে আরো অনেক সুবিধা! Wi-Fi Hotspot এর সাহায্যে অনেক দ্রুততার সাথে ফাইল সেন্ড করা যায়। 


Download ES File Explorer
  • Flash Transfer:

Wi-Fi ফাইল শেয়ারিং এপগুলোর মধ্যে শুরুর দিকের এপ হল এই এপটি। এর কিছু দারুণ ফিচারের জন্য দারুণ জনপ্রিয়!

  • Wi-Fi Hotspot ক্রিয়েট করে ফাইল শেয়ার করার সুবিধা
  • Pictures, videos, music files, documents, contacts শেয়ার করা যায়
  • Swipe বা Shake করে ফাইল সেন্ড করার মত মজার ফিচারসমৃদ্ধ।

প্লে স্টোর থেকে পেইড অ্যাপস ও গেমস কিনতে ৳/$ লাগে?? এই সমস্যার আজীবন সমাধান।।

প্লে স্টোর এ অ্যাপস ও গেমস দুই প্রকার, ফ্রী ও পেইড। অনেকের প্রশ্ন মামু, নেট কিনা প্লে স্টোর থাইক্কা অ্যাপস ও গেমস ডাউনলোড দেই, টাকা খরচ কইরাই তো নামালাম। যদি নেট এর টাকা আর প্লে স্টোর এর টাকার পার্থক্য না বুঝেন তাহলে হয়ত এই টিউন আপনার জন্য নাহ।।
ফ্রী ও পেইড অ্যাপস ও গেমস এর পার্থক্য আকাশ পাতাল, যারা ব্যাবহার করেছেন তারা অবশই বুঝতে পেরেছেন।। প্লে স্টোরে কোন প্রয়োজনীয় অ্যাপস ও গেমস দেখলেই আমাদের ইচ্ছা হয় নামাতে, অনেকে হয়ত নিজের ক্রেডিট কার্ড ব্যাবহার করে নামাতে পারেন, অনেকে হয়ত গুগল মামার সহায়তায় বিভিন্ন ওয়েবসাইট ঘুরে কাঙ্খিত অ্যাপস ও গেমস নামতে সক্ষমও হন।। কিন্তু আজ আমি কয়েকটি ধাপে প্লে স্টোর এর পেইড অ্যাপস ও গেমস ফ্রীতে নামানো শিখাব।।
১। প্রথমে নিচের লিঙ্ক থেকে অ্যাপসটি নামিয়ে ইন্সটল করে নিন।
লিঙ্কঃ http://goo.gl/abf343
২। প্লে স্টোরে প্রবেশ করুন, যেকোনো অ্যাপস সিলেক্ট করুন।।


৩। মেনুতে ক্লিক করে শেয়ার অপশন সিলেক্ট করুন।

৪। ফ্রী স্টোর দেখিয়ে দিন।

৫। ডাউনলোড এ ক্লিক করুন।।

৫। ব্যাস , ডাউনলোড শুরু হয়ে যাবে, এবার ইন্সটল দিয়ে আরামছে ব্যাবহার করুন যেকোনো পেইড অ্যাপস ও গেমস।।
যেকোনো প্রয়োজনে আমরা আছি আপনার সাথে... https://www.facebook.com/groups/androidhdgamesandappsellarena/

Saturday, February 8, 2014

[super post]বাংলালিংকে 512kbps স্প্রীডে ওপেরা ৭.১ ও ৫.০ তে নতুন ভাবে আনলিমিটেড ফ্রি ডাউনলোড করুন।

এই ট্রিকটা শুধুমাএ ডাউনলোড ট্রিক ।বড় বড় ফাইল নামানোর জন্য।
প্রথমে যেকোন একটি MB প্যাক কিনে নিন ।আর যারা play প্যাকেজে আছেন তারা *222*1*7#ডায়েল করে 2tk দিয়ে 20MB কিনে নিন ।এবার নিচ থেকে অপেরাগুলো নামান ।

opera Mod

ওপেরা সেটিং করার পদ্ধতিঃ
ওপেরা ৭.১:
প্রথমে ওপেরা ওপেন করলে
যে হ্যান্ডলার মেনু আসে ঐটাতে
Browser setting এ ক্লিক করেন।
এরপর primary server বক্সে
যা লিখা আছে সব ক্লিয়ার করেন।
এরপর লিখেনঃ

mini5.opera-mini.net

এরপর Secondary server বক্সে
যা লিখা আছে তা ক্লিয়ার করুন।
এবং লিখুনঃ

141.0.11.241

এবার save করে install করে
আনলিমিটেড ডাউনলোড করুন।

ওপেরা 5:
ওপেরা 5 ওপেন করুন।
এরপর primary server বক্সে
যা আছে ক্লিয়ার করুন।এরপর
লিখুনঃ

http://mini5.opera-mini.net:80/

secondary server বক্সে যা আছে
ক্লিয়ার করুন।এবং লিখুনঃ
socket://141.0.11.241:1080


এবার বাংলালিংক এর অফিসিয়াল সেটিং এই ইন্স্টল দিন ।কোন প্রোব বা কনফিগারেশন লাগবে না।এখন #8 এ চাপুন ।এবং advanced থেকে নেট ওর্য়াক প্রটোকল http দিয়ে নিন ।এবার যেকোন সাইট এ যান ।কোন ফাইল ডাউনলোড দিন ।ডাউনলোড আরম্ভ হলে সাথে সাথেই pause করে দিন ।এবার সেটিং থেকে network প্রটোকল socket করুন ।এবং ডাউনলোড resume করুন ।যদি failed মারে তবে restart দিন দেখবেন ডাউনলোড হচ্ছে ।একটা কথা আপনাকে মনে রাখতে হবে ব্রাউজের সময় প্রটোকল http আর download এর সময় socket দিতে হবে ।এতে শুধু ব্রাউজিং KB কাটবে ।ডাউনলোড MB কাটবেনা .

★★সব অপারেটর এর সিমে নিয়ে নিন ফ্রি ইন্টারনেট++, আরও Special কিছু অফার★★

আসসালামু আলাইকুম। আশাকরি সবাই ভাল আছেন,আমিও আল্লাহ্ সুবানুতালার অশেষ রহমতে ভাল আছি। আমার পরীক্ষার কারনে এত দিন কোন টিউন্স করতে পারি নি, যাই হোক আবার ফিরে আসলাম আপনাদের মাঝে তাই সব অপারেটর এর ফিরে আসার মজার, মজার অফার নিয়ে হাজির হলাম! তো চলুন সব অপারেটর এর বন্ধ সিমের অফার সম্পকে জেনে নেই.......

.##Grameenphone##

undefined


যারা ২৪-ডিসেম্বর-২০১৩ বা তার
আগে থেকে ব্যবহার করছেন না, তারা বন্ধ সংযোগ চালু
করলেই ১১ টাকা রিচার্জে পাবেন:

★১১ টাকা জিপি-জিপি ভয়েস বোনাস

★২২ টি জিপি-জিপি এসএমএস

★১১ এমবি ডাটা ফ্রি!

এছাড়াও থাকছে:

::★মূল ব্যালেন্সে ১১ টাকা!

★150 টাকায় 1GB 512 kbps speed এর ডাটা যার মেয়াদ ৩০ দিন।

★ক্যাম্পেইন চলাকালীন সময়
৩০ দিনের জন্য ১৫০ টাকায় (১৫% ভ্যাট বাদে) ১
জিবি (3G ৫১২ কেবিপিএস) ডাটা উপভোগ
করতে পারবেন; ৩ মাসে সর্বোচ্চ ১০ বার
গ্রাহকগণকে ১ জিবি 3G ডাটা অফার চালু করতে 1GB
লিখে ৯৯৯৯ নম্বরে SMS করতে হবে (চার্জ ফ্রি)

★★ আপনি অফার টি পাবেন কি না জানতে আপনার বন্ধ সিম থেকে check লিখে পাঠিয়ে দিন ৯৯৯৯ নম্বরে!(ফ্রি)।

......আরও জানতে কল করতে পারেন ১২১ অথবা ০১৭১১৫৯৪৫৯৪ নম্বরে!


:::#::banglalink::#:




::অফারের বিস্তারিত::

★১২ অক্টোবর, ২০১৩-এর পর থেকে অব্যবহৃত সকল
প্রি-পেইড এবং কল অ্যান্ড কন্ট্রোল (ই-ভাউচার,
পিসিও, প্লে এবং আহ্বান ব্যতীত) সংযোগের
ক্ষেত্রে এই অফার প্রযোজ্য।

★আপনার সংযোগটি এই অফারের আওতাভুক্ত
কিনা জানতে যে কোন বাংলালিংক সংযোগ
থেকে মোবাইল নাম্বারটি টাইপ করে ফ্রি এসএমএস
পাঠিয়ে দিন ৪৩৪৩ নাম্বারে।

★বন্ধ সিম চালু করার পর প্রথমবার যে কোন পরিমাণ
রিচার্জে গ্রাহক ১০০০ এমবি ইন্টারনেট ফ্রি পাবেন,
যার মেয়াদ হবে বোনাস পাওয়ার দিন সহ ৩ দিন।
ইন্টারনেট বোনাস চেক করতে ডায়াল করুন *১২৪*৫#।

★বিকাল ৫টার পর অন্য অপারেটরে কলের
ক্ষেত্রে প্যাকেজ রেট প্রযোজ্য হবে।
এ সম্পকে আরও জানতে কল করতে পারেন ১২১ অথবা ০১৯১১৩০৪১২১ নম্বরে!

:::#::Robi::#:::


undefined


অফারটি যারা পাবেন:::

★রবি প্রিপেইড সাবস্ক্রাইবারগণ
(উদ্যোক্তা, ইজি লোড, এসএমই
প্রিপেইড এবং প্রিপেইড কর্পোরেট
ব্যাতীত) যারা ৮ নভেম্বর, ২০১৩
বা এর আগে থেকে নিজেদের
রবি সিম ব্যাবহার করেননি,
তারা এখন এই অফারটি উপভোগ
করতে পারবেন।

★★ সর্বনিম্ন কল রেট:::
বন্ধ সংযোগ পুনরায় চালু
করলে সাবস্ক্রাইবাররা ৭২ঘন্টার
মধ্যেই নিম্নলিখিত ট্যারিফ
সুবিধা পাবেন। বন্ধ
সিমে যেকোনো আউটগোইং কল,
এসএমএস অথবা অন্যান্য
যেকোনো সার্ভিসের বিনিময়ে খরচ
করলেই বন্ধ সাবস্ক্রাইবাররা এই
সুবিধা পাবেন।
- ভয়েস (২৪ ঘন্টা)
- অন-নেট
নাম্বারঃ ৪.১৭পয়সা/১০ সেকেন্ড
- অফ-নেট ভয়েস
ট্যারিফঃ ১০পয়সা/১০ সেকেন্ড
- অন-নেট এসএমএসঃ ০.০৫
টাকা/ এসএমএস

★- উপরোক্ত
ট্যারিফটি ৪৮ঘন্টা ব্যাবহার করার
পর ১২টাকা রিচার্জ
না করা পর্যন্ত সাবস্ক্রাইবারগণ
ডিফল্ট ত্যারিফ প্ল্যান উপভোগ
করবেন।
- যদি তারা ১২টাকা রিচার্জ করেন,
তবে পুনরায় উপরোক্ত ট্যারিফ
পাবেন ৪৮ ঘন্টার মেয়াদ সহ
- ক্যাম্পেইন চলাকালীন
সময়ে একজন সাবস্ক্রাইবার
যতক্ষণ ইচ্ছে ট্যারিফ
সুবিধাটি নিতে পারবেন

- ★২টাকার ২জি ড্যাটার
৪এমবি (অটো রিনিউয়াল)
প্ল্যানটিও এসকল
সাবস্ক্রাইবারদের জন্য চালু
থাকবে।
প্যাকটি কিনতে ডায়াল করতে হবে
*৮৪৪৪*৪#
##যে ভাবে চেক করবেন::##

★- অফারটির আওতায় আছেন
কিনা জানতে একজন কাস্টমার
যেকোনো রবি নাম্বার
থেকে তার নিজের নম্বর টি লিখে পাঠিয়ে দিন ৮০৫০ নম্বরে ফ্রি তে!

★★অফার ব্যাবহারের যোগ্য
সাবস্ক্রাইবারগণ বিনামূল্যে তাদের
নষ্ট বা ভাঙ্গা সিম রিপ্লেস
করতে পারেবেন!
..আরও জানতে ১২৩ অথবা ০১৮১৯ ৪০০ ৪০০ তে কল করতে পারেন!

:::#airtel:#::::


undefined


★মাত্র ১৯ টাকা রিচার্জে পাবেন ১ জিবি ফ্রী ইন্টারনেট
এবং স্পেশাল ভয়েস কল রেট (২৫ পয়সা/মিঃ-এয়ারটেল
নাম্বারে এবং ৬০ পয়সা/মিঃ- অন্য অপারেটরে)

★গ্রাহকরা শুধুমাত্র ১ম বার ১৯
টাকা রিচার্জে ডাটা বোনাস পাবেন ।

★১ জিবি ডাটা বোনাস ৩ মাসে সমানভাবে বিভক্ত হব ।
গ্রাহকদের ২য় ও ৩য় মাসে ডাটা বোনাস পেতে লোকাল
নাম্বারে ন্যূনতম ১০ টাকার কল করতে হবে ।
ডাটা বোনাস চেক করতে ডায়াল করুন *778*13#

★গ্রাহকরা ১৯ টাকা রিচার্জে। ২৫ পয়সা/মিঃ-এয়ারটেল
নাম্বারে ও ৬০ পয়সা/মিঃ- অন্য অপারেটরের
নাম্বারে এবং ৩৯ পয়সা/ sms উপভোগ করতে পারবেন।

★স্পেসাল রেটের মেয়াদ রিচার্জের দিন সহ ১০ দিন। ১০
সেঃ পালস প্রযোজ্য ।

:##:আপনি পাবেন কি না জানতে...
আপনার এয়ারটেল
নাম্বারটি লিখে Sms ক রুন ৯০০০ নম্বরে ফ্রি তে!

জিপি সিম দিয়ে জাভা মোবাইলে ফ্রী ইন্টারনেট ব্যবহার করেন

নতুন কনফিগ তৈরি করেন 

Name : GP Free
Apn : gpinternet 
Proxy : 141.0.11.241
Port : 80 

Download Opera Mini 7.1 Handler.jar


১. অপেরা মিনি হ্যান্ডলের মেন্যু ওপেন করেন 

২. Select Proxy Server Type : HTTP

৩. Proxy Server : mini4-1.opera-mini.net 

৪. সেভ করেন ( install den soft ta ) 

৫. গুগল এর পাশে জান এবং বাটন নিচে ক্লিক করুন

৬. আপনি সার্চ ইঞ্জিন লিস্টদেখতে পাবেন 

৭.  Click Option and select edit (টাচ মোবাইল এর জন্য  : লিস্ট এর শেষে জান  , Select Manage Search Engine)

৮. একটি সার্চ ইঞ্জিন নির্বাচন করুন wikipwdia এর মত এবং নাম পরিবর্তন করেন  : New Free Address Bar and Paste This Link on Address : 

8. Select a Search Engine Like WikiPedia and Rename Title : New Free Address Bar and Paste This Link on Address : 

  

এবং এটা সেভ করেন 

এখন সার্চ ইঞ্জিন জান এবং Select New Free Address যেকোনো সাইট ভিসিট করার জন্য 

এখন থেকে জাভা, সিম্ব্রিয়ান, এন্ড্রোয়েড এয়ারটেল সিম দিয়ে সুপার স্পিডে ফ্রি নেট চালান ।

এখন থেকে জাভা, সিম্ব্রিয়ান, এন্ড্রোয়েড এয়ারটেল সিম দিয়ে সুপার স্পিডে ফ্রি নেট
চালান ।

আস্সালামু আলাইকুম । কেমন আছেন সবাই । আশা করি ভালো । আমি
অনেক ব্যাস্ততার মাঝে আছি । কারন সামনে HSC আছে । আগে নিজের লাইফটা সাইন করি পরে
অন্য কিছু ।

অনেক এন্ড্রুয়েড ব্যাবহার কারি আমাকে রিকোয়েস্ট করেছে যে তারা নাকি এয়ারটেল দিয়ে
ফ্রি নেট চালাতে পারছে না । তাই আজকে সকল ফোনের জন্য টিক্স নিয়ে হাজির করলাম । আসুন
দেখা যাক ।


Trick for জাভা

প্রথমে নিচের থেকে Prov ফাইলটা ডাউনলোড করুন ।

Airtel.prov

এবার এটা আপনার ফোনে কন্ফিগার করুন ।
এবার নিচের থেকে মোড করা অপেরাটা ডাউনলোড করুন ।

OM-for airtel_jar.zip

প্রথমে BlueFTP দিয়ে এটা রিনেম করে .zip কেটে দিন । এখন
ফোনের রিনেম অপশন থেকে _jar কেটে .jar করে ইনস্টল দিন ।

এটা আগে থেকেই মডিফাই করা তাই আপনাকে এক্সটা কিছু করা লাগবে না । এখন থেকে সুপার
স্পিডে ব্রাউজিং এবং ডাউনলোড করুন ।


Trick for সিম্ব্রিয়ান & এন্ড্রোয়েড

প্রথমে নিচের মত করে একটা মত করে একটা ম্যানুয়াল 
কন্ফিগারেশন
করুন ।

Name: etirohman
Apn: gpinternet
proxy: grameenphone-cust.opera-mini.net
port: 80
homepage: tipstune.com
  
এবার সিম্ব্রিয়ান ব্যাবহারকারিরা পছন্দমত একটা Opera mini
handler ডাউনলোড করুন ।
আপনাদের সুবিধার জন্য একটার ডাউনলোড লিংক দিলাম >

Opera mini handler.sis

আর এন্ড্রয়েড ব্যাবহারকারি রাও পছন্দমত একটা Opera mini handler ডাউনলোড করুধ ।
আপনাদের সুবিধার জন্য একটার ডাউনলোড লিংক দিলাম >

Opera mini handler.apk

এবার Handler Menu তে নিচের Front Quary টা বসান ।

Front Quary
   0.facebook.com/boostspeed.php/sagor/http/


এবার আর কিছু চেন্জ না করে সেভ করে ইনস্টল দিন । আর লাফিয়ে পরুন আনলিমিটেড ফ্রি
ব্রাউজিং ও ডাউনলোড করুন ।

গ্রামীণফোন ফ্রি ইন্টারনেট পিসি update (09/02/14) by mustafa mamun

আসসালামু আলাইকুম । আশা করি ভাল আছেন । আপনারা বেশ কিছুদিন থেকে গ্রামীণফোন ফ্রি ইন্টারনেট চালাচ্ছেন , তবে কিছু সমস্যার মধ্য দিয়ে । যেমন- https/ssl সাইট সহ বেশ কিছু সাইট ভিজিট করতে পারতেন না । স্পীড অনেক কম পেতেন , সেটিং নিয়ে সমস্যায় পড়তেন । আজ আমি সব সমস্যার সমাধান দিব । আশা করি আপনার ভাল লাগবে । এবার আমরা নতুন একটি সফটওয়্যার ব্যবহার করব , যার নাম - Simple Server . এটি খুব শক্তিশালী একটি সফটওয়্যার । যেকোন ISP হ্যাকিং এ আপনি এটি ব্যবহার করতে পারেন । যেহেতু Simple Server এর দুটি ভার্সন বের হয়েছে -  পিসি ভার্সন এবং সিম্বিয়ান ভার্সন , সেহেতু আপনারা পিসি+ সিম্বিয়ান এ এটি ব্যবহার করতে পারেন । আজ আমারা গ্রামীণফোন ফ্রি ইন্টারনেটের জন্য Simple Server ব্যবহার করব । একই সেটিং এ আপনি [পিসি+ সিম্বিয়ান] এ ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ।

:mrgreen:  গ্রামীণফোন ফ্রি ইন্টারনেট [পিসি]


১। এখান থেকে Simple Server.exe ফাইলটি ডাউনলোড করুন । দাঁড়ান ইন্সটল দিতে যাবেন না (লাভ নেই) ।
২। এখান থেকে Simple Server.ini ( update link ) ফাইলটি ডাউনলোড করুন । এবার Simple Server.exe + Simple Server.ini  এই ফাইল ২ টি নতুন ১ টি ফোল্ডার এ রাখুন ( অবশ্যই একই  ফোল্ডারে ) ।   Simple Server.ini এ হাত দিবেন না ।

undefined

৩। gpwap apn দ্বারা মডেম কানেক্ট করুন । এটি ০ balance এ কাজ করে কিন্তু মেয়াদ পাওয়ার জন্য ছোট একটি প্যাকেজ [ যেমন ৯ mb] নিন । ক্লিক প্যাকেজ (২.৮৮= ৭ mb ) নিলে স্পীড পাবেন না ।

৪। ঐ ফোল্ডার থেকে Simple Server.exe তে ডাবল ক্লিক করুন , এটি cmd র মত ওপেন হবে ।   ready  লেখা দেখাবে । মিনিমাইজ করে রাখুন ।


undefined

৫। Browser+ IDM এ proxy-127.0.0.1  , port-8080  সেট করুন ।
Mozila 

undefined

IDM 

undefined

Google Chrome 

undefined

৬। এবার ইচ্ছামত নেট চালান , একদম ফ্রি । যেকোন সাইট ।

সুপার ফাষ্ট থ্রিজি প্যাকেজ ফ্রি তে

টেলিটকের যে কোন পুরাতন সিম আপগ্রেড করলেই ফ্রি তে পাচ্ছেন ১ জিবি ডাটা । এক মাসের মেয়াদের এই থ্রিজি ডাটার সাথে আরো পাবেন 300 মিনিট ভিডিও কলিং সুবিধা ফ্রি মেসেজ ।
যাদের কাছাকাছি থ্রিজি সেবা এখনো আসেনি তারা ২জি স্পিডেই ফ্রি ডাটা ইউজ করতে পারবেন ।
আর 2009 এর পরবর্তি বিক্রিত মডেম এর থ্রিজি অপশন থাকার কথা সবার । কম্পিউটারে থ্রিজি এনাবল্ড মডেম দিয়ে আপনি সুপার ফাষ্ট স্পিডে ব্রাউজ করতে পারবে ।

টেলিটকের যেকোন থ্রিজি প্যাকেজে মাইগ্রেশন করুন মাত্র ২০ টাকায় ! বিজয়, একুশ, স্বাধীন প্যাকেজের গ্রাহকরামাত্র ২০ টাকায়

থ্রিজি প্যাকেজে মাইগ্রেট করতে 3G লিখে পাঠিয়ে দিন 666 নাম্বারে !

সরাসরি গুগল ব্রাউজ সুবিধা সহ পিসিতে গ্রামীণ ফোন ফ্রি নেট ।

আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভাল আছেন । এই বিষয়ে আমার টিউন করার কথা ছিল ২৫ তারিখে কিন্তু বিশেষ কারনে আমি তা করতে পারিনি । গ্রামীণ ফোন ফ্রি নেট বিষয়ে ইতিমধ্যে টিউন হয়েছে । তাই পরবর্তীতে আমি আমি একই বিষয়ে লিখতে চাইনি । কিন্তু আপনাদের মধ্যে অনেকের প্রয়োজনে আজ এই টিউন করলাম ।
এই পদ্ধতিতে আপনি ডাউনলোড স্পীড খুব ভাল পাবেন কিন্তু ব্রাউজ এ ভাল স্পীড পাবেন না । দেখা যাক !
ফ্রি নেট বিষয়ে কিছু কথা বলা যাক । আমি এসব বিষয়ে তেমন বুঝি না । একটা সময় ছিল যখন  Proxy ,Front query , back query , বিভিন্ন VPN , Proxy server , Host/Real Host ইত্যাদির মাধ্যমে ফ্রি নেট ব্যবহার করা যেত । এখন ও DNS Hijacking সম্ভব কিন্তু  খুব স্লো ।  ISP এসব বিষয় বুঝতে পেরে একে একে সব Loophole বন্ধ করে দেয় । তারা এখন তাদের  Firewall এমন ভাবে আপডেট করেছে যেখানে আমরা পূর্বের মত সহজ নিয়মে আর ফ্রি নেট চালাতে পারিনা । সর্বশেষ GPMMS এ আমরা Header Injection ব্যবহার করেছিলাম , যেখানে Method ছিল - “Head” . এবার ও আমরা Header Injection ব্যবহার ব্যবহার করব তবে Method হবে - “GET” এবং লাইন ব্যবহার করব /n অর্থাৎ Single .
বর্তমানে গ্রামীণ ফোনের বেশ কয়েকটি Free Host রয়েছে অর্থাৎ যে Website গুলো আপনি 0 টাকা/ মেগাবাইটে ব্রাউজ করতে পারেন । যেমন - 0.facebook.com , http://www.grameenphone.com , wap.gpworld.com , wap.gpworld.co  , zero.wikipedia.org , wap.gpgamestore.com ,
আপনার পিসি ব্রাউজারে Proxy - 10.128.1.2 , Port- 8080 সেট করে আপনি যদি এখনই GPWAP সেটিং দ্বারা চেস্টা করেন তাহলে দেখবেন উপরের ৬ টির মধ্যে ৩ টি Host আপনি 0 টাকা/ মেগাবাইটে ব্রাউজ করতে পারছেন । Host ৩ টি -  wap.gpworld.com , wap.gpworld.co  এবং wap.gpgamestore.com । ই ৩ টি Host কে “Header” হিসেবে ব্যবহার করে Proxy - 10.128.1.2 , Port- 8080 মাধ্যমে “GET”Method এ /অর্থাৎ Singleলাইন  দ্বারা আপনি ফ্রি নেট চালাতে পারবেন ।  
এই পদ্ধতিতে আপনি কতদিন ফ্রি চালাতে পারবেন তা বলতে পারব না । তবে জেনে রাখুন - “ যখন একটি দরজা বন্ধ হয় তখন আরেকটি দরজা খোলা রয় ” । শুধু আমাদেরকে ঐ খোলা দরজা খুজে বের করতে হবে । আর এটি খোঁজার জন্য আমাদের অনেক বন্ধু রয়েছেন যারা নিরলস ভাবে এই কাজটি কয়েক বছর থেকে করে যাচ্ছেন ।
শুরু করা যাক -
১। এখান থেকে “Header Inject Query” zip ফাইল ডাউনলোড করুন ।
২। Header Inject Query ZIP Extract করুন । এর মধ্যে ১টি কনফিগ ফাইল ও একটি সফটওয়্যার ফাইল পাবেন ।
৩। APN- gpwap দ্বারা মডেম কানেক্ট করুন । মডেমে MB/টাকা রাখলে কেটে নিবে । ছোট একটি প্যাকেজ করুন , মেয়াদ পাওয়ার জন্য । কারন pay per use -এ ৩০ MB এর বাইন্ডিং ঝামেলা আছে ।
৪। এবার Proxifire ওপেন করুন । Proxy – 127.0.0.1 port- 8080 , Type- HTTPS  add করুন ।
undefined
৫। Proxifire এর Profile অপশন থেকে Proxification Rules এ যান । Add এ ক্লিক করুন । Header Inject Query চিনিয়ে দিন । Action দিন - Direct . বিষয়টি এরকম যে , আপনার পিসিতে Header Inject Query 10.128.1.2:8080 ব্যবহার করবে কিন্তু বাকি সব সফটওয়্যার 127.0.0.1:8080ব্যবহার করবে .  Proxifire মিনিমাইজ করে রাখুন ।
undefined
undefined
৬। Header Inject Query এর Start এ ক্লিক করুন ।
undefined
৭। ব্রাউজার (no proxy) এবং IDM এ কোন proxy ব্যবহার করা যাবে না ।
৮। সরসরি Google ব্যবহার করার জন্য-  Firefox address বারে লিখুন about:config  , এবার  enter চাপুন । -  I’ll be careful, I promise! এ ক্লিক করুন । . about:config  - window তে ক্লিক করে New- String এ ক্লিক করুন । Preference নাম দিন -general.useragent.override  এবং  Value দিন - Mozilla/5.0 (compatible; Googlebot/2.1; +http://www.google.com/bot.html)
undefined
এবার ব্রাউজার এর cache , cookies clear করে http://www.google.com    try  করুন ।
৯। ডাউনলোড স্পীড খুব ভাল পাবেন 20-40 kbs কিন্তু ব্রাউজ এ ঝামেলা আছে ।

যেহেতু আপনি “GET” Method ব্যবহার করছেন , এখানে server এ অনেক Request যাচ্ছে কিন্তু Response কম পাওয়া যাচ্ছে । বিষয়টি ঠিক এরকম - আপনি যখন কোন কিছু ব্রাউজ করার চেষ্টা করছেন , আপনার ব্রাউজার  সারভার কে নিচের মত Request পাঠাচ্ছে - “মিঃ সার্ভার , আমি আপনার কাছে কিছু ডাটা পাঠালাম , আপনি এটি দেখে শুনে এর উপযুক্ত ফলাফল আমার কাছে পাঠাবেন ।” আমার মনে হচ্ছে মি সার্ভার এর দেখাশুনাই একটু বেশি সময়  লেগে যাচ্ছে । আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে আপনাকে Manually এই কর্মকাণ্ড বারবার বন্ধ করতে হবে ।
ধরুন , আপনি http://www.amartunebd.com  পিং করছেন , এটি লোড হতেই থাকবে । আপনাকে যা করতে হবে এই পেজ লোড হওয়ার স্বাভাবিক সময় অর্থাৎ কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে । তারপর Header Inject Query তে Stop এ ক্লিক করুন , আবার Start এ ক্লিক করুন । এর মধ্যেhttp://www.amartunebd.com লোড হয়ে গেছে । চর্চা করুন বস , বুঝতে পারবেন ।

এয়ারটেল সিম দিয়ে জাভাতে ফ্রী নেট চালান।

এই ট্রিক এর প্রক্সি হয়তো আপনারা আগেও ইউস করছেন। এটা এখনও চলে ট্রাই করে দেখলাম তাই শেয়ার করলাম। তো নিচের মত করেন…
জাভা ট্রিক
Name:etirohman
apn:internet
Proxy:200.37.69.14
Port:80
Home:amartunebd.com
এখন নিচের ইউসি টা নামান

এরপর অপেরা ওপেন করুন যদি পিন কোড বা কোনো কোড চায় তাহলে dzebb দিন। যদি কাজ না করে nextwap.net দিন।
Fornt Quary তে নিচের কোড টা দিন….
Front quary= 0.facebook.com/cgi-bin/ nph-proxy.cgi/00/http/
বাশ কাজ রেডি। তো শুরু করে দিন আপনার কাজ ।
নোট : মেগা রাখতে হবে।
সময় সাক্ষেপ এর কারণে আমি স্কিনসট দিতে পারি নাই বলে দুঃখিত ।

নিয়ে নিন একদম Letest Internet Download Manager V6.18. B11 Final + Keygen + Patch. আর উপভোগ করুন ইন্টারনেট এর বিশাল রাজ্যে।

আমরা যারা কম্পিউটার এবং ইন্টারনেট Use  করি, তারা মোটামুটিভাবে IDM অর্থাৎ Internet Download Manager  কে চিনি। আমার কাছে এটাই ভাল Download Manager.  আজ আমি আপনাদের উপহার দেব Internet Download Manager V6.18. B11 Final With Patch. আমার জানা মতে এটাই এখন পর্যন্ত Latest. So, Enjoy  your  Downloading. আর একটি কথা আগের Version এর Internet Download Manager গুলো দিয়ে ইদানীং ইউটিউব Downloading সমস্যা হচ্ছে। কিন্তু, এটি সবখানেই কাজ করে।

undefined

সাইজ মাত্র 5.69 MB.

তো শুরু হোক ডাউনলোড

পাসওয়ার্ড চাইলে দিবেন   tunermithu

একটি কথা, অনেক কষ্ট করে আমি এই টিউনটা করেছি। তাই অনুগ্রহ করে কেউ এটি কপি/পেস্ট করবেননা। টেক টিউনস এর সহযোগিতা একান্ত কাম্য।

নিচে নতুনদের জন্য Screen Shot দিলাম।

প্রথমে  V6.18. B11 Final ইনস্টল করুন। ইনস্টল করার পরে যে কোন কিছুই চাক না কেন, কিছুই দেয়ার দরকার নেই। Close করে দিন।

তারপর নিচের ছবি অনুযায়ী প্যাঁচ ফাইল টি Open  করুন।

undefined

Yes করুন। তারপর এমন হলে Ok করুন।

undefined

তারপর এটি করুন।

undefined

তারপর Auto Reg করুন। তাহলে নিচে এমন দেখাবে।

undefined

Successfully দেখালে সবকিছু Ok.  আর Successfully না দেখালে Patch এ Click করে C Drive থেকে Program File এ Click করে Internet Download Manager থেকে IDMan এ Click করুন। সব শেষ। এবার মনের আনন্দে উপভোগ করুন  Internet Download Manager এর বিশাল রাজ্য। Up Date করবেন না কিন্তু।

undefined

আবারও গ্রামীণফোনে ১০ টাকায় ৫০০ MB 3G ডাটা !!!

3G আসার পর থেকে সব অপারেটর ভাল প্রতিযোগিতা শুরু করে দিয়েছে নিজেদের এগিয়ে রাখতে।কিন্তু তা যে উলটো দিকে গ্রাহকদের নিয়ে যাবে তা কে জানত। 8-O তাই হইত 3G আসার পর ইন্টারনেট ব্যাবহারকারীর সংখ্যা কমেছে।এই সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিঙ্ক এ যান।

থ্রিজি চালুর পর দেশে ইন্টারনেট ব্যবহারকারী কমেছে!


স্বল্প মূল্যে ইন্টারনেট ডাটা পাওয়ার দাবি আমাদের সবারই ছিল অনেক আগে থেকে।তবে 3G আসলে সবাই কম দামে 3G পাব এমন আশা করলেও শেষমেশ প্যাকেজ গুলোর দাম দেখে সবাই হতাশ।কিন্তু প্রথমদিকে গ্রামীণফোন এর অফার সবার মন কাড়লেও এইবার তা পারবে কিনা সেটা বলা মুশকিল।কেননা তাদের অফার বিশ্লেষণ করলে বুঝা যায় যে তারা বড়সড় প্ল্যান নিয়ে এই অফার গুলো দিচ্ছে।আপাত দৃষ্টিতে এই অফার আমাদের জন্য ভাল মনে হলেও মূলত এটা ওদের ব্যবসার একটা চাল ছাড়া আমার কাছে আর কিছুই নয়। :-x

প্রথমবার গ্রামীণফোন এ বন্ধ সিম এর জন্য ১ GB দিল ৯ টাকা দিয়ে।সেটা শেষ হতে না হতেই GP থেকে আমার ১ জিবি দিল কিন্তু এইবার আর ৯ টাকা না,২০ টাকা !! আর এইবার তা  কমে ৫০০MB তে নেমে গেল আর তার জন্য দিতে হবে ১0 টাকা !! বারবার লোভ দেখিয়ে তারা তাদের স্বার্থ হাসিল করছে।(আমার মনে হয়)  :-? তাও অনেকের জন্য "নাই মামার চেয়ে কানা মামা ভাল।" :-P তাই শেয়ার করলাম। (এই অপারেটরগুলো আমাদের পসেটিভ হওয়ার ক্ষমতা নষ্ট করে দিচ্ছে )।

গ্রামীণফোন থেকে আসা ২৯ জানুয়ারীর এই Message

"Super Internet Offer!! Enjoy 500MB 3G Internet for 15 days at 10 tk! To get offer just dial *999*2# by 31 Jan 2014."

৩১ জানুয়ারীর পর এই অফার পাবেন না।এই অফার সবার জন্য নয়। :cry: কেন নয় সেটা গ্রামীণফোন ভাল বলতে পারে।(এমনটা করা উচিৎ হয়নি) যদিও ৯ টাকা দিয়ে কিনার পর ২০ টাকা একটু বেশিই মনে হয়েছিল তাও অফারটা মন্দ ছিলনা।কিন্তু এইবারতো আর ভাল লাগল না এই অফারটা দেখে।যদি আপনাদের কারও ভাল লাগে তাহলে চেষ্টা করে দেখুন। :-?

১২ টাকা রেখে আপনি এই প্যাকেজ এর জন্য Request করবেন। কারও না হলে বুঝবেন এই অফারটা আপনার জন্য না। বিশেষত “Thank you for requesting. This request is valid for first time registration only.” এই ধরনের কিছু রিপ্লাই পেলে আপনি অফারটা পাবেন না।আগের বার অনেকে এটা জিজ্ঞেস করেছিল তাই এইবার সেটা টিউন এ ক্লিয়ার করে দিলাম।

♦ তবে যারা এই Message টা পাবেন না তারা এই সুযোগ না পাওয়ার সম্ভাবনা  ৫০/৫০  :-(  তাই চেষ্টা করেন। পেলে ভাল,না পেলে নাই।

♦ আপনি জিপি অফার এর আওতায় আছেন কিনা সেটা Check করার কোন Option জিপি রাখেনি।তাই সবাইকে একবার করে চেষ্টা করতে অনুরোধ করব।

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Powered by Blogger