Wednesday, February 12, 2014

পিসিতে গ্রামীনফোন ফ্রি ইন্টারনেট ব্যাবহারকরুন আনলিমিটেড ডাউনলোড। [12-2-2014]

আপনাদের জন্য নিয়ে এলাম গ্রামীন ফোন এর ফ্রি নেট।

ব্রাউসিং এবং ডাউনলোড স্পীড মাথা নষ্ট। চলুন শুরু করা যাক।

প্রথমে নিচ থেকে ফাইলটা ডাউনলোড করেন 

Simple Server.zip (3.6MB)

এখানে ২টা সফটওয়্যার পাবেন। ISPCE ইন্সটল করুন। 
এবার আপনার গ্রামীন মডেম gpwap apn দিয়ে কানেক্ট করুন।


undefined


এবার ISPCE ওপেন করুন। 

এখানে use query, use proxy, query mode এর

বক্সে টিক দিন এবং listen port দিনঃ  8080

undefined

বসিয়ে ওকে করুন।

এবার ৫ নাম্বার ট্যাব এ যান।
এখানে দেন 
Server-127.0.0.1 , Port-8080

লিখে এড এ ক্লিক করুন।

undefined

এবার এটাকে Default Setting হিসাবে সেট
করে মিনিমাইস করে রাখুন।

undefined

এইবার start বাটন এ ক্লিক করুন 

undefined

এবার simple server ওপেন করুন
এবং রেডি লেখা উঠলে মিনিমাইস করে রাখুন।

undefined


এবার আপনার ব্রাউসার এবং ডাউনলোড ম্যানেজার এ 
এই প্রক্সি এবং পোর্ট দেনproxy : 127.0.0.1
                                                        port:8080

undefined

IDM

proxy : 127.0.0.1
                                                        port:8080

undefined



ব্যাস আপনার কাজ শেষ। 

এখন মাথা নষ্ট স্পিডে ব্রাউস এবং ডাউনলোড করুন।

Monday, February 10, 2014

ফ্রি ইন্টারনেট চালান গ্রামীণফোন সিম দিয়ে

আবার হ্যাক হল গ্রামীণফোন ইন্টারনেট। কয়েক মাস আগেও আমরা জিপি ইন্টারনেট ব্যবহার করেছি ফ্রি তে, কিন্তু পরে তা বন্ধ হয়ে যায়, পুনরায় জিপি ইন্টারনেট হ্যাক হল। আবার তা থ্রি-জি ইন্টারনেট এও কার্যকর।
প্রথমে নিচের লিঙ্ক টি থেকে প্রক্সি সফটওয়্যার টি ডাউনলোড করে ইনস্টল কুরুন।
Download From Here
এবার সফটওয়্যার টি ওপেন করে Tools এ গিয়ে Option সিলেক্ট করুন

Option ওপেন হলে Connection এ গিয়ে Proxy Setting Manual সিলেক্ট করে নিচের ইনফর্মেশন গুলো লিখুন।
Host: 98.255.67.150
Port: 27977

এবার Ok করে সফটওয়্যার টি Close করুণ এবং পুনরায় চালু করে Play বাটন সিলেক্ট করে শুরু করুণ ফ্রি browsing।
[Note: আপনার সিম এ যেকোনো একতা থ্রি-জি package চালু রাখবেন এবং সিম এ কোনো টাকা রাখবেন না, সফটওয়্যার টি চালু থাকা অবস্থায় browsing এবং ডাউনলোড করলে আপনার package থেকে ইন্টারনেট কাটবে না।]

Sunday, February 9, 2014

কাজ খুঁজতে হবে না কিন্তু কাজ আপনাকে খুঁজে নেবে!! Oployee – একটি ভিন্নধর্মী Freelance Marketplace যা এগিয়ে এসেছে সময়ের প্রয়োজনে!

বর্তমান বিশ্বে Freelancing বহুল জনপ্রিয়। এই পেশার জনপ্রিয়তার পিছনে অন্যতম কারণগুলোর মধ্যে সর্বাধিক জনপ্রিয় যে কারণটি তা হল, এই
পেশায় ব্যক্তি নিজেই নিজের তত্ত্বাবধায়ক। যার ফলে দ্বিতীয় কোন ব্যক্তি তার ওপর প্রাধান্য বিস্তার করতে পারে না। ভাল কাজ জানলে Freelancing সুযোগ করে দেয় স্বাভাবিক মাসিক বেতনের চেয়েও অনেক বেশি আয়ের। এক কথায় Freelancing করার সুবিধা অনেক। কিন্তু প্রতিটি ক্ষেত্রেই যেমন ভাল এর পাশাপাশি খারাপের প্রভাব পরিলক্ষিত হয়, Freelancing ও তার ব্যতিক্রম নয়। এই পেশার প্রভাব পড়ে একজন Freelancer এর ব্যক্তি জীবনে। বর্তমানে যে Marketplace গুলো এই পেশাকে কেন্দ্র করে গড়ে উঠেছে, সেগুলোতে প্রক্রিয়াটা সাধারণত এরুপঃ
  • কোন Contractor একটি Job Post করলেন।
  • Freelancer-রা সেই Job দেখে সেখানে Bid করা শুরু করলেন।
  • অসংখ্য Freelancer দের মধ্যে একজন কে Client বাছাই করে নেন তার কাজের জন্য।
দেখা যায় যে, Freelancer দের নিজেদের হয়ে Marketing এবং কাজ দুটো একসাথে করতে হয়। যা একজনের ব্যক্তি ও পারিবারিক জীবনে ব্যাপক প্রভাব ফেলে। আমাদের দেশের প্রেক্ষাপটে সবচেয়ে বড় যে সমস্যা দেখা যায়, তা হল একজন Freelancer  কে রাত জেগে কাজ খুঁজতে হয়, কারণ সাধারণতঃ নতুন Job গুলো যখন Marketplace এ Post হয়, তখন আমাদের দেশে মধ্যরাত। এবং Freelancer দের এই রাত জেগে কাজ করাই তাদের পারিবারিক এবং ব্যক্তি জীবনে বহু প্রতিবন্ধকতা তৈরি করে।

কাজ খুঁজতে হবে না কিন্তু কাজ আপনাকে খুঁজে নেবে

এমন একটি Marketplace এর কথা চিন্তা করুন যেখানে Freelancer দের নিজেদের হয়ে কাজ খোঁজার ঝামেলা থাকবে না, থাকবে না কোন Bidding এর চিন্তা। এমনই ভিন্নধর্মী এক চিন্তাধারা নিয়ে এগিয়ে এসেছে একটি নতুন Marketplace, Oployee! Oployee তে client এবং freelancer এর সাথে communication প্রক্রিয়া নিম্নরুপঃ
  • Client একটি Job Post এর সময়ই তার কাজের ধরনের উপর ভিত্তি করে প্রয়োজনীয় Skill এর মাধ্যমে খুঁজে নেয় Freelancer দের।
  • প্রয়োজনীয় সংখ্যক Freelancer দের Client Interview Invitation কিংবা Job Invitation পাঠাবেন।
  • অতঃপর এই Invitation Freelancer-রা নিজেদের Inbox এ পেয়ে যাবেন। Freelancer  নিজের পছন্দ অনুযায়ী সেই Invitation Accept/Deny করতে পারবেন।
এই প্রক্রিয়াতে Freelancer দের কাজ খোঁজার ঝামেলা লাঘব হল এবং একই সাথে তাদের অতিরিক্ত সময়কে তারা ব্যয় করতে পারবে নিজেদের Skill Developement এর দিকে।

Fixed Price Project Payment এর নিশ্চয়তা

Fixed Price Project এর Payment এর ব্যাপার টা Freelancerদের মাথা ব্যাথার কারন হয়ে থাকে। এক্ষেত্রে Project কিছু Milestone এ ভাগ করা হয় যা Client এবং Freelancer এর Agreement  এর মাধ্যমে নির্ধারিত হয়ে থাকে। Oployee Job Posting এর সময় Client এর থেকে Estimited Amount Escrow করে রাখে যা Milestone Complete  হলে Client এর Verification এর সাথে সাথেই Freelancer এর অ্যাকাউন্টে Payment জমা হয়ে যায়। এভাবে Oployee Fixed Price Project এর Payment এর নিশ্চয়তা দিয়ে থাকে।

অন্যান্য Marketplace এর Rating এর মূল্যায়ন

দেখা যায় যে নতুন Marketplace এ এসে নতুন করে Rating Develop করাটা কিছুটা সময় সাপেক্ষ। তাই Oployee ব্যবহার করছে একটি নিজস্ব Algorithm, যার সাহায্যে Freelancer এর অন্যান্য Marketplace এর Experience ও Rating Information কে ব্যবহার করে Oployee Freelancer কে Initially তার উপযুক্ত Rating পেতে সাহায্য করে।
Oployee তে Signup করতে চলে যান http://www.oployee.com এ। রাত জাগা, Bidding এর Tension থেকে মুক্ত হয়ে আপনার Freelancing কে করে তুলুন আপনার সুবিধা মত। Happy Freelancing :)

সফল ফ্রীল্যান্সার হওয়ার জন্য কিছু কথা

সফল ফ্রীল্যান্সার হওয়ার জন্য আপনাকে যে বিষয় গুলো করতে হবে।
১/ প্রথমে আপনাকে কোন নির্দিষ্ট কাজে অবশ্যই এক্সপার্ট হতে হবে । রেস্পন্সিভ ওয়েব ডিজাইন এর চাহিদা বর্তমানে সবচাইতে বেশি ।
২/ শুধু কাজ শিখলেই হবেনা । কাজ শিখেই কাজে এপ্লাই করা শুরু করে দিবেন না। কোন প্রফেশনাল এবং দক্ষ ফ্রীল্যান্সার এর গাইডলাইন নিয়ে তার অধীনে কিছুদিন কাজ করুন । পেমেন্ট নিবেন না।
৩/ যখন আপনার মনে হবে আপনি এখন ঐ কাজে ক্লায়েন্ট এর যে কোন ধরনের চাহিদা পূরন করতে পারবেন, তখন কাজে এপ্লাই করা শুরু করুন । তখন থেকে কারো কাজ ফ্রী করার দরকার নাই। তখন কারো কাজ করলে অবশ্যই পেমেন্ট নিয়ে কাজ করবেন ।

৪/ কাজ পাওয়ার সব চাইতে ভালো মাধ্যম হলো ওডেস্ক ( oDesk.com ) । এখানে কাজে এপ্লাই করে কাজ নিতে হয় । তবে আপনি যদি সপ্তাহে ২৫ তা বিড করেন ভাল এমাউন্ট এর কাজ গুলোতে, তাহলে যদি মিনিমাম ৫ টা ইন্টারভিউ ও আসে, তাহলে আপনি আপনার সেই বড় ভাই এর হেল্প নিয়ে এর মধ্যে মিনিমাম ২ টা ক্লায়েন্ট কে ম্যানেজ করে কাজ নিতে পারবেন । ধরে নিলাম দুইটা কাজের এমাউন্ট ১০০ ডলার করে ২০০ ডলার । আপনি নতুন হিসেবে অনেক ভালো এমাউন্ট । আর ভালো গাইডলাইন পেলে নতুন অবস্থায় এভাবে কাজ পেতে কোন সমস্যা হওয়ার কথা না।
৫/ কিছুদিন ওডেস্কে এভাবে কাজ করার পর ইল্যান্সে ( elance.com ) বিড করা শুরু করুন, একই ভাবে চেষ্টা করুন । ইনশা আল্লাহ অবশ্যই ভালো ফলাফল পাবেন ।
৬/ আপনি নতুন হিসেবে যদি আপনার ইংলিশ এর স্কিল খুবই খারাপ হয়, এবং আপনার মনে হয় ইংলিশ এর কারনেই আপনি ভালো কাজ পাচ্ছেন না। তাহলে ফাইভারে ( fiverr.com ) চলে যান। ঐখানে ঠিকভাবে প্রফাইলে আপনার স্কিল গুলো দিয়ে রাখলে , আপনাকে কোন কাজে বিড করতে হবেনা। ক্লায়েন্টরা ই আপনাকে খুজে কাজ দিবে । ফাইভার থেকে বিড না করেই মাসে ৩০০ ডলার অনায়াসে আয় করা সম্ভব ।
সবাই ভালো থাকবেন । কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই জানাবেন ।

একটি পরিপূর্ণ ইসলামী মোবাইল: পিস্ মোবাইল

আপনার জীবনকে ইসলামী বৈশিষ্ট্য দ্বারা সমৃদ্ধ বরতে পেশ করা হচ্ছে পিস্ মোবাইল মানবতার সমাধান। আসুন জেনে নেই এর সম্পর্কে বিস্তারিত সব তথ্য:
অপারেটিং সিস্টেম অ্যানড্রয়ে্ড আইস-ক্রীম স্যান্ডউইচ, ডুয়েল কোর প্রসেসর কর্টেক্স এ৯, ৪.৬৩ ইঞ্চি এলইডি ডিসপ্লে, স্লিম বডি, স্টাইলিশ ডিজাইন, ৩২জিবি মেমরী কার্ড সাপোর্টেড ও ৪জিবি ইন্টারনাল মেমরী, ৫মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা, লাইভ পিস্ টিভি, ইংলিশ, উর্দু, বাংলা ৮০ঘন্টার বেশি ড. জাকির নায়েক এর ভিডিও, ৫০টিরও বেশি নির্ভরযোগ্য ইসলামীক অ্যাপ্লিকেশন, ১০০ও বেশি ইসলামীক ওয়ালপেপার, ২০০ও বেশি ইসলামীক রিংটোন, ইসলামীক নাশিদ, ইসলাম ও তুলনামূলক ধর্মতত্বের উপর ড. জাকির নায়েক এর বই। এছাড়াও আছে অনেক কিছু। এই মোবাইলের কনফিগারেশন:
Model Name: Chameleon;
Product Type: Android Smart Phone;
OS: Android 4.0 (Ice Cream Sandwich);
Size: 138.8*70.9*9.2 mm;
Wireless Funcation:

WCDMA & GSM Band: GSM(900/1800MHz)WCDMA(2100 MHz);
GPRS: GPRS Class 12;
EDGE: Multi-Slot Class 12;
HSPA: Downlink 7.2 Mbps/Uplink 384Kbps;
Wi-Fi: IEEE 802.11 b/g;
Bluetooth function: YES, Phone and Stereo Music;
Internal Antenna: bulit-in internal antenna;
Hardware:

Platform: MTK 6577;
Processor: 1 GHz Dule Core Cortex A9;
Integrated ROM: 4GB;
Integrated RAM: 512MB;
LCM & Touch Panal:

Screen Size: 4.63 inches FWVGA;
Resolution: 480*854 Pixels;
Contrast: 256K;
Touch Panal: Capacitive Touch;
Multimedia Player:

Audio Support: AAC LC/TLP, HE-AACv1(AAC+)+OTHER;
Photo Viewer: JPEG, GIF, BMP, PNG;
Video Support: Mpge4-SP,mpeg1/2, DIVX, WMV9,FWVGA+ OTHER;
Speakers: YES;
Camera:

Camera: 5MP Auto Focus with flash, 0.3MP Front camera;
Video Recorder: max FWVGA (854*480) 30fps;
Power:

Battery Capacity: 1700mAH;
Standby time: 150Hours;
Talking time: 5 Hours;
Phone Features:

SIM: Dule SIM (WCDMA+GSM);
Keypad & input method:

Key pad: Power key/ Volume up/ Volume down;
Input: Android;
GPS:

Internal Antenna: Yes;
Position Accuracy: Within 10m;
Connection:

SIM Card-slot: Yes;
Expansion micro SD Card-slot: Yes upto 32GB;
Headsets: 3.5mm Stereo headphone;
USB connection: 5pin USB 2.0 High Speed;
Recharge through USB Jack: Yes;
Other:

FM Radio Function: Yes;
G Sensor: Yes;
Proximity Sensor: Yes;

যে এপস এবং গেমস গুলো আপনার এন্ড্রয়েডের চার্জ শেষ করে জেনে নিন।

যারা অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন ব্যাবহার করেন তাদের কাছে চার্জ একটি বড় বিষয়।কারন এন্ড্রয়েড সাধারনত অপারেটিং সিস্টেম জাতীয় যার কারনে বিভিন্ন এপস চালু থাকে যার কারনে চার্জ বেশিক্ষন থাকে না।এই সকল বিষয় নিয়ে  কে এস মোবাইল নামের একটি অ্যাপ্লিকেশন বিশ্লেষক প্রতিষ্ঠান কোন কোন এপস গুলো এবং গেমস গুলো আপনার এন্ড্রয়েডের চার্জ খেয়ে ফেলে তাদের বের করার চেস্টা করেছেন এবং তারা সফল ও হয়েছেন তারা কয়েকটি এপস এবং গেমসের তালিকা করেছেন যে গুলো আপনার চার্জ নষ্ট করে থাকে।চলুন তাহলে সে এপস এবং গেমস গুলো দেখে নিই।

গেমস ক্যাটাগরিতে যে গুলো বেশি চার্জ নষ্ট করে:
১)  ক্যান্ডি ক্রাশ
২)  ফ্রুট নিনজা
৩) টেম্পল রান
৪) রেসিং মটো
তালিকাটিতে তাদের অবস্থানের আগে পরে হতে পারে।তবে গেম আপ্লিকেশন গুলো বেশি চার্জ কেটে থাকে।
এপস ক্যাটাগরিতে যে গুলো বেশি চার্জ নষ্ট করে :
১) ক্যামেরা ৩৬০ আলটিমেট( নাম্বার ১ যেটা ১৮ কোটি ব্যবহারকারী ব্যবহার করেন)
২) মাইক্রোসফেটর আউটলুক মেইল অ্যাপ্লিকেশন
৩) এজ ওয়েদার ফোরকাস্ট
৪) মুভি অ্যাপ ভিকি
৫) ওয়াকিটকি অ্যাপ জেলো
৬) কলিং আইএমও
এই দশটি আপ্লিকেশনের লিস্ট তৈরি করেছেন যে গুলো চার্জ নষ্ট করে থাকে।
লেখাটি পূর্বে প্রকাশিত হয়েছে তোমার টিউন ডট কম এ
আর এন্ড্রয়েডের পেইড এপস Free  নিতে পারবেন এখান থেকে

ফেসবুক ব্যাবহার কারি দের জন্য সতর্কবার্তা ! সতর্কবার্তা !! সতর্কবার্তা !!! এই পোস্ট না দেখলে, পরে আপনার ফেসবুক অ্যাকাউন্ট গেলে/ হ্যাক হইলে আমার দুস নাই, সবাই দেখেন

ফেসবুক ব্যাবহার কারি দের জন্য সতর্কবার্তা ! সতর্কবার্তা
!! সতর্কবার্তা !!! এই পোস্ট না দেখলে, পরে আপনার ফেসবুক
অ্যাকাউন্ট  গেলে/ হ্যাক হইলে আমার দুস নাই,
 সবাই
দেখেন

আসস্লামুওলাইকুম , আজ আপনাদের একটা সতর্ক বানি দিলাম , আপ্নারা
বরতমানে অনেক গ্রুপ এ

▬▬▬ஜ۩۞۩ஜ▬▬Check you last profil visitors     
কিংবা Find Who Will Be Your Valentine   
টাইপ লিঙ্ক দেখতাসেন , , কিন্তু খবরদার লিংকগুলোতে ক্লিক
করবেন না। এগুলো মূলত ভাইরাস । এইসব লিংকে ক্লিক   করলে আপনার একাউন্ট টি
হ্যাক হবার সম্ভাবনা থাকে এবং আপনি যেসব
গ্রুপে আছেন, ঐ লিংকগুলা আপনার নামে অটোমেটিক গ্রুপে পোস্ট হয়ে যাবে,আর ঐ গ্রুপে
কোন পোস্টও দিতে পারবেন না ।।তাই সাবধান থাকুন আর এসব লিংক  থেকে দূরে থাকুন
।। জানি অনেকেই এই কথা জানেন কিন্তু এইটা তাদের জন্য জারা মূলতও
জানে না । এই টিউনটি পরে উপকৃত হলে কমেন্ট করবেন ।

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Powered by Blogger